• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

‘বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতিকে শোকজ’-এ খবর ভিত্তিহীন: সুপ্রিম কোর্ট

প্রকাশিত: ২২:১৫, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:১৫, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতিকে শোকজ’-এ খবর ভিত্তিহীন: সুপ্রিম কোর্ট

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিপুল সংখ্যক জামিন দেয়ায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ‘শোকজ’ বা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. জাকির হোসেনকে শোকজ করে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বাস্তবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ উল্লিখিত তিন বিচারপতিকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেননি। বরং, এটি ছিল প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে কেবল মামলা সংক্রান্ত কিছু তথ্য চাওয়া, যা আদালত ব্যবস্থাপনার অভ্যন্তরীণ প্রক্রিয়ার একটি নিয়মিত দাফতরিক বিষয়।
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উক্ত সংবাদে ব্যবহৃত তথ্যে মূল বিষয়টি বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ ছাড়া এ বিষয়টি সম্পূর্ণ গোপনীয় একটি যোগাযোগ ছিল।

সুপ্রিম কোর্ট প্রশাসন গণমাধ্যমের প্রতি নির্দেশনা দিয়ে বলেছে, আদালত সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে যেন বিষয়টির সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচার করা হয়, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন থাকে এবং জনগণ বিভ্রান্ত না হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2