চাচাতো ভাইকে হত্যার দায়ে আপন দুই ভাইয়ের ফাঁসি
চাচাতো ভাইকে হত্যার দায়ে যশোরের ঝিকরগাছায় আপন দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের ওসমান ও আলী হোসেন। তারা মৃত ছবেদ আলী সরদারের ছেলে। একই মামলায় অভিযুক্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সাথে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে ধারালো দা এনে কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
কামরুলকে বাঁচাতে গেলে তার বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত ৪ জনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কামরুলের মৃত্যু হয়।
পরে নিহতের বাবা রুহুল আমিন সরদার তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে গত বছরের ৩ জুলাই ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট দাখিল করেন।এরপর আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়।
সোমবার রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আসামি ওসমান ও আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ফাঁসির আদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপর আসামি খাদিজা খাতুনকে খালাস দেয়া হয়।
রায়ের বিষয়ে অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম বলেন, হত্যা মামলায় দুই বছরের মাথায় রায় প্রদান নজিরবিহীন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট।
অপরদিকে আসামিপক্ষ দাবি করেছে, তারা ন্যায়বিচার পাননি এবং উচ্চ আদালতে আপিল করবেন।
বিভি/এজেড




মন্তব্য করুন: