• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নিউমুরিং কন্টেইনার ট্রার্মিনাল কেন্দ্র করে রিটের রায় ঘোষণার দিন ধার্য

প্রকাশিত: ১৮:৪৭, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৮, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নিউমুরিং কন্টেইনার ট্রার্মিনাল কেন্দ্র করে রিটের রায় ঘোষণার দিন ধার্য

চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বিরুদ্ধে করা রিটের রায় ঘোষণা করা হবে ৪ ডিসেম্বর। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন দেশি কোম্পানিটির সঙ্গে চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চান তারা। এর মধ্যেই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলো হাইকোর্ট। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2