• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর

প্রকাশিত: ১৪:১৩, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:১৪, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফসহ কুষ্টিয়ার চার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে ৮ ডিসেম্বর। মঙ্গলবার (২৫ নভেম্বর) আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাক্ষ্য গ্রহনের তারিখ নির্ধারন করেন। 

সূচনা বক্তব্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এসময় তিনি ট্রাইব্যুনালকে বলেন, বিচারপ্রক্রিয়া কোনো রাজনৈতিক বিরোধিতা নিস্পত্তির জন্য নয়। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালে বলেন, শুধু মাত্র আওয়ামী লীগ করার কারনে যেন আসামিদের বিরুদ্ধে বিচার না হয়। এর জবাবে ট্রাইব্যুনাল জানান, ন্যায় বিচারের জন্য বসেছেন তারা। এই মামলায় অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। আসামিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। চার আসামিই পলাতক।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2