• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিতে নতুন করে ৯ জন যুক্ত

প্রকাশিত: ১৮:৩১, ৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিতে নতুন করে ৯ জন যুক্ত

আরো নয়জন আইনজীবিকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটিতে প্যানেল আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) কমিটির ২২ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন। উক্ত সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। 

কমিটিতে  অ্যাডভোকেট শেগুফতা তাবাসসুম আহমেদ, অ্যাডভোকেট ইশরাত হাসান, অ্যাডভোকেট সাবরিনা জেরিন, ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম, অ্যাডভোকেট সাদিয়া তাসনিম, অ্যাডভোকেট নিশাত ফারজানা, অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ মাহবুবুল করিম, অ্যাডভোকেট আরিফুল হক রোকনকে অন্তভূক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

হাইকোর্ট ডিভিশনের ৫৪ জন এবং আপিল বিভাগের ১১ জন সহ মোট ৫৫ জন আইনজীবি বর্তমানে এই কমিটির প্যানেলে তালিকাভূক্ত আছেন। 

বিভি/এসআই

মন্তব্য করুন: