দুদকের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে ঘুষ আদায়: আটক চার
দুদকের ওয়েবসাইট থেকে তথ্য চুরি করে নির্বাচিত প্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীর মুগদা, যাত্রাবাড়ি ও এয়ারপোর্ট এলাকা থেকে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুদকের বিভিন্ন ব্যক্তির অনুসন্ধানের প্রতিবেদন, কয়েকটি গণমাধ্যমের আইডি কার্ড ও ৭টি মোবাইল ফোন।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, কোনো ব্যক্তি হঠাৎ করে সম্পদশালী হলে তার সম্পর্কে খোঁজ নিয়ে মোবাইল নম্বর সংগ্রহ করতো। একই সাথে দুদকের ওয়েবসাইট থেকে বিভিন্ন ব্যক্তির তথ্য সংগ্রহ করে তাদের ফোন করে দুদকের সামনে আসতে বলতো টার্গেট ব্যক্তিকে। মোটা অংকের চাঁদা দাবি করলে ভুক্তভোগী ব্যক্তি ঘটনা ধামাচাপা দেয়ার জন্য টাকা দিতে রাজি হতো। প্রতারকরা এভাবে নতুন নতুন ব্যক্তিকে টার্গেট করতো বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
বিভি/রিসি
মন্তব্য করুন: