হারুনের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন এডিসি সানজিদা

ফাইল ছবি
ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে থানায় মারধরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের স্ত্রী।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দেশের সংবাদমাধ্যম বাংলাভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বারডেমে ইটিটির সিরিয়াল না পেয়ে আমি এডিসি হারুনকে কল দেই। পরে তিনি সিরিয়ালের ব্যবস্থা করে দিলে ইটিটি করতে যাই। ইটিটি করা অবস্থায় চিৎকার-চেচামেচি শুনতে পাই।ঘটনার দিন হাসপাতালে আমার স্বামী পৌঁছার পর আমাকে কোনো কিছু নিয়ে প্রশ্ন করেননি। তিনি ছাত্রলীগের ছেলেদের এনেছিলেন। আমার স্বামী প্রথম এডিসি হারুন স্যারের ওপর চড়াও হন।’
তিনি বলেন, ‘হাসপাতালে কী ঘটেছে সে ব্যাপারে তদন্ত হচ্ছে। তদন্তে পুরো বিষয় বেরিয়ে আসবে।'
‘সোশ্যাল মিডিয়ায় আমি সাইবার বুলিংয়ের শিকার। অনেকে নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে। একটি ছবি ছড়িয়ে দিয়ে হারুন স্যারের সঙ্গে আমার বিয়ের কল্পকাহিনী প্রচার করছে। যে কেউ ভালোভাবে খেয়াল করলেই বুঝবে- ওই ছবির নারী আমি নই। এর আগে অনেক ইস্যুতে অনেকেই বুলিংয়ের শিকার হয়েছেন। এবার আমি এর শিকার।’
সানজিদা আরও বলেন, ‘হারুন স্যারের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি শুধু আমার কলিগ। তবে হারুন স্যারের সহযোগিতা নিয়েছিলাম। তিনি আমাকে ডাক্তারের সিরিয়ালের ব্যবস্থা করে দিয়েছিলেন। এ ছাড়া আর কিছুই জানি না।’
সানজিদা আরও বলেন, ‘ইনটেনশন (উদ্দেশ্য) দেখে মনে হয়েছে, তারা আমাদের দু’জনকে পাশাপাশি দাঁড় করিয়ে একটা ভিডিও করতে চাচ্ছে। পরবর্তীকালে তারা সেটি ইউজ (ব্যবহার) করবেন, একটি অসৎ উদ্দেশ্যের জন্য হতে পারে। আমি চেষ্টা করেছি যেন ছবি তুলতে না পারে।’
পরিকল্পিতভাবে আপনার স্বামী এই ঘটনা ঘটিয়েছেন কিনা-জানতে চাইলে সংবাদমাধ্যমকে সানজিদা বলেন, ‘পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে কি না বলতে পারব না। তবে তিনি খুব মারমুখী ছিলেন।’
এরইমধ্যে বরখাস্ত এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ডিএমপি তে থাকছেন না এডিসি সানজিদাও
বিভি/টিটি
মন্তব্য করুন: