এস আলমের ২ প্রতিষ্ঠানের কাছে পাওনা ৭ হাজার কোটি টাকা
আলোচিত ও সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠানের কাছে সরকারের পাওনা জরিমানাসহ সাত হাজার কোটি টাকার বেশি। এনবিআরের ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদনে প্রতিষ্ঠান দুটির গুরুতর আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। আরো ১৮টি প্রতিষ্ঠানের অনিয়মের তদন্ত শুরু করেছে কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
২০১৯-২২ পর্যন্ত অর্থবছরে এস আলম গ্রুপের দুটি প্রতিষ্ঠান এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড এবং এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ভ্যাট রিটার্নে কম ক্রয়-বিক্রয় দেখানোসহ বিভিন্ন উপায়ে করা গুরুতর আর্থিক অনিয়ম পেয়েছে কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম অফিস। দীর্ঘ তদন্ত শেষে তারা জানায়, প্রতিষ্ঠান দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে ৩ হাজার ৫শ'৩৮ কোটি টাকা। জরিমানা করা হয়েছে আরও তিন হাজার ৫শ' ৩১ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ফিল্ড অফিস থেকে অডিট করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন শিল্প গ্রুপ এস আলমের দুই প্রতিষ্ঠানের ভ্যাট ফাকির বিষয়টি। পরে অভিযোগের সতত্যা পায় পাঁচ সদস্যের তদন্ত কমিটিও।
গুরুতর আর্থিক অনিয়মে জড়িতদের আইনের আওতায় এনে সুশাসন প্রতিষ্ঠার দাবি সচেতনদের।
যদিও কোন ধরণের অনিয়মে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এস আলমের দুই কোম্পানি। শিল্প গ্রুপটির আরো ১৮টি প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির তদন্ত করছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এর জন্য ২০ সদস্যের একটি নিরীক্ষা দলও গঠন করা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: