• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৮:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:০৫, ৮ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত

রাজশাহীতে গণপিটুনিতে আব্দুল্লাহ আল মাসুদ নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সাবেক এই ছাত্রলীগ নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মচারী ছিলেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতাকে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে খুঁজে বের করে ছাত্ররা। পরে সেখানই গণপিটুনি দিয়ে প্রথমে মতিহার থানা পুলিশের কাছে দেয়। সেখান থেকে তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিহত আব্দুল আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন।  তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম রফিকুল ইসলাম।

 

বিভি/এমএফআর

মন্তব্য করুন: