থানচির দুর্গম পাহাড় থেকে খেয়াং নারীর মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম সীমান্ত এলাকা থেকে এক খেয়াং নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, সোমবার (৫ মে) সকালে থানচি উপজেলা তিন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুংখয় পাড়ার থেকে চিংমা খেয়াং (২৮) নামে এক নারী জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায়। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পাড়ার লোকজন তাকে জঙ্গলে
খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বিকেল ৪টার দিকে গভীর জঙ্গলে তার মরদেহ দেখতে পায়।
কি কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয় লোকজন। স্থানীয়দের ধারণা তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।
নিহত চিংমে খেয়াং ৩ সন্তানের জননী। তার ছোট মেয়ের বয়স মাত্র দেড় বছর। সে মুংখয় পাড়ার সুমন খেয়াং এর স্ত্রী বলে জানা গেছে।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, তিন্দুর দুর্গম পাহাড়ে এক নারী লাশ পাওয়া গেছে বলে জানতে পারছি। দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হচ্ছে না। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিভি/এসজি
মন্তব্য করুন: