• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গোডাউনে মিললো নিষিদ্ধ পলিথিন, ৪৫ হাজার টাকা জরিমানা 

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৪:৩৫, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
গোডাউনে মিললো নিষিদ্ধ পলিথিন, ৪৫ হাজার টাকা জরিমানা 

নিষিদ্ধ পলিথিন রোধে অভিযান।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও গঙ্গাচড়া উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানিয়েছেন, মঙ্গলবার (৬ মে) সকালে গোপন সংবাদে গঙ্গাচড়া বাজারে  মুকুল মিয়ার মালিকানাধীন  মেসার্স মুকুল স্টোরের গোডাউনে পরিবেশ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয় ও গঙ্গাচড়া উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। এসময় মেসার্স মুকুল স্টোরের গোডাউন হতে ৮৪ কেজি নিষিদ্ধ পলিথিন, শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় গোডাউন মালিক মুকুল মিয়াকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অভিযানে গঙ্গাচড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বিচারিক দায়িত্ব পালন করেন এবং রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাসউদুর রহমান উপস্থিত ছিলেন। 

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় ও সচেতনতার জন্য অন্যান্য দোকানদারসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: