• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুদকের নিষ্ক্রয়তা: ট্যারিফ ক‌মিশ‌নের চেয়ারম্যানের দুর্নী‌তি অনুসন্ধা‌নে রিট

প্রকাশিত: ১৭:২৮, ১৭ মে ২০২৫

আপডেট: ১৭:৩০, ১৭ মে ২০২৫

ফন্ট সাইজ
দুদকের নিষ্ক্রয়তা: ট্যারিফ ক‌মিশ‌নের চেয়ারম্যানের দুর্নী‌তি অনুসন্ধা‌নে রিট

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং এনবিআর-এর সাবেক সদস্য ড. মইনুল খান

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং এনবিআর-এর সাবেক সদস্য ড. মইনুল খানের অবৈধ সম্পদ, অর্থ পাচার ও দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক ভুক্তভোগী। দুর্নীতি দমন কমিশন-দুদক পদক্ষেপ না নেয়ায় অভিযোগকারী এসএম মোরশেদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী সাগরিকা ইসলাম গত ১৪ মে রিট দায়ের করেন। রিটে দুদকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে। 

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ অভিযোগ আমলে নিয়েছেন, পরবর্তী কর্মদিবসে শুনানি। 

রিটে বিবাদী করা হয়েছে- প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানকে। 

ট্যাক্স ক্যাডার এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ জমা হয় দুদকে। তবে, অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দুদক। 

আরও বলা হয়, টানা ৪ বছর ড. মইনুল খান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে ছিলেন। এ সময় তিনি দেশের সোনা চোরাচালানিদের সঙ্গে গোপন সখ্যতা গড়ে তোলেন। রাষ্ট্র স্বার্থ না দেখে ড. মইনুল খান ব্যক্তিগত স্বার্থ রক্ষায় ছিলেন বেশি মনযোগী।

বিভি/এফবি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2