• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বগুড়ায় দাদি ও নাতবউ হত্যার মূলহোতা সৈকত আটক

প্রকাশিত: ১৪:৪৯, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বগুড়ায় দাদি ও নাতবউ হত্যার মূলহোতা সৈকত আটক

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় দাদি ও নাতবউকে গলা কেটে হত্যার মামলায় পলাতক আসামি সৈকত হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার সোহেল ইসলামের ছেলে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। সম্পর্কে তারা দাদি শাশুড়ি ও নাতবউ। একই ঘটনায় আহত হন একই গ্রামের কিশোরী বন্যা।

স্বজনরা জানান, সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে উত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিয়েছিল। পরিবার এর প্রতিবাদ জানালে সৈকত ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে সৈকত ও তার সঙ্গে থাকা আরও ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে হাবিবাকে, পরে লাইলী বেওয়াকে গলা কেটে হত্যা করে। বন্যা বাধা দিতে গেলে তাকে পেটে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। আহত বন্যা হাসপাতালে চিকিৎসাধীন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2