• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খুলনার যুবদল নেতা মাহবুব হত্যা মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৪৮, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
খুলনার যুবদল নেতা মাহবুব হত্যা মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার

খুলনার দৌলতপুরের আলোচিত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার আসামি কাজী রায়হান ইসলামকে সাতক্ষীরার তালা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তালা থানা পুলিশের সহযোগিতায় দৌলতপুর থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তালা উপশহরের মহিলা কলেজের পাশে একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাত্র চার দিন আগে যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি রায়হান তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ওই ভাড়া বাড়িতে ওঠেন। তিনি সেখানে নিজের নাম পরিচয় গোপন রেখে সেখানে ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তালা থানা পুলিশের সহযোগিতায় দৌলতপুর থানা পুলিশ আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দৌলতপুর থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দৌলতপুর থানা পুলিশ তাকে অবহিত করার পর ওই ভাড়া বাসা থেকে কাজী রায়হান ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2