খাটের নিচে মিললো ৩ কোটি টাকার ইয়াবা, নারী কারবারী আটক

চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারীকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা আনোয়ারার রায়পুর এলাকায় এক বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে আভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী কয়েকজন পালিয়ে গেলেও আটক হয় মনোয়ারা বেগম নামে এক মাদক ব্যবসায়ী।
এসময় তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: