পিরোজপুরে সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবিসহ নানা অভিযোগে সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল প্রায় ৩ ঘন্টা ধরে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় দুই নকলনবিসের কাছ থেকে ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়। তার হলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী শিল্পি রানী বিশ্বাস ও পিরোজপুর সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মো. জাহাঙ্গীর মৃধা স্ত্রী মরজিনা খানম।
দুদক সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায় সহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথমে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অফিসে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে। এসময় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায় তারা। পাশাপাশি এ সময় সনদধারী তল্লাশ কারক ও নকলনবিশদের অফিস কক্ষে বসে অফিস করতে দেখা যায় যা নিয়ম বহির্ভূত। পরে তাদের তল্লাশি করে দুই নারী নকলনবিশ এর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করে দুদক। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে তারা।
পিরোজপুর জেলা ও সদর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি, দলিল জালিয়াতি ও জমির দলিল রেজিস্ট্রেশনে অতিরিক্ত টাকা আদায় সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন পিরোজপুর সম্মানিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম আজ এ অভিযান পরিচালনা করি। এ সময় প্রাথমিকভাবে আমরা সকল অভিযোগের সত্যতা পাই। এছাড়া সনদধারী তল্লাশ কারক ও নকলনবিশদের অফিস কক্ষে বসে অফিস করতে দেখা যায় যা নিয়ম বহির্ভূত পরে তাদের তল্লাশি করে দুই নারী নকলনবিশ এর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয় তারা এ টাকার সঠিক উৎস এখনো বলতে পারেনি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক বিস্তারিত জানানো যাবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: