• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

সিনিয়র সাংবাদিকের বাড়ির তালা ভেঙে প্রায় কোটি টাকার মালামাল লুট

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সিনিয়র সাংবাদিকের বাড়ির তালা ভেঙে প্রায় কোটি টাকার মালামাল লুট

সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে রসুলপুর মেহেদীবাগ এলাকায় অবস্থিত আর টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে লুটপাট করেছে একদল দূর্বৃত্ত। এসময় তারা বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে নগদ নয় লক্ষ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে। 

সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে বারোটার দিকে তিনি বাড়ি ফিরে দেখতে পান প্রধান গেট ও সিঁড়ির ক্লাপসেবল গেট খোলা। দোতলার রুমের দুটি তালা ভেঙে অজ্ঞাত দূর্বৃত্তরা ঘরের সকল আসবাবপত্র তছনছ করে। তারা ওয়ার্র্ল আলমারি, স্টিলের আলমারির লকার ও বেডরুমের আলমারির তালা ভেঙে সদ্য ট্রাক বিক্রি করা নগদ নয় লক্ষ টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণ অলংকারসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে পালিয়ে যায়। 

এই বাড়ীর পাশের বাড়িতে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। এছাড়া খুব নিকটেই সাতক্ষীরা পুলিশ লাইন। 

এদিকে, এর মাত্র ২৪ ঘন্টা পুর্বে শহরের নারিকলেতলা পূজা মন্ডপের পাশের এক স্বর্ণকারের বাড়ি হতে প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দূর্বত্তরা। এ দুটি ঘটনায় শহরের সাধারণ জনমনে উদ্বেগ ও উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। 

তিনি আরো জানান, ঘটনাটি সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে অবহিত করা হলে রাতে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান ও সদর থানার ওসি শামিনুল হকসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2