• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

রাজধানীতে আ. লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার 

প্রকাশিত: ১৯:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীতে আ. লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার 

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০), ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আবু সাইদ (৪২), শ্রমিক লীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭), রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম (৪৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন মৃধা (৩৭) ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো. সাগর হাসান (৩২)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার পল্টন থানার আরামবাগ এলাকা থেকে সলিম পাটোয়ারীকে, তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় থেকে মো. আবু সাইদকে, মতিঝিল থানা এলাকা থেকে মাসুদ পারভেজকে, বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে মাহবুব আলমকে, মিরপুর থানা এলাকা থেকে খাজা টিপু ফরহাদকে, দারুস সালাম থানা এলাকা থেকে মো. কামাল হোসেন মৃধাকে এবং মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে সাগর হাসানকে ডিবির বিভিন্ন টিম গ্রেপ্তার করে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2