• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

মাদরাসার ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ 

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ 

প্রকাশিত: ১৮:৪৭, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মাদরাসার ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ 

গাজীপুর কালিয়াকৈর উপজেলায় হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীরা।  শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু করে সাইন্সল্যাব হয়ে মুল ফটকের সামনে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। 

এসময় তারা "অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমার ধর্ষিত কেন? ইন্টেরিম জবাব দে, ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসাথে এবং ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দেয়।

জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স ১৩ বছর। গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মা-বাবা গার্মেন্টসে চাকরির সুবাদে গাজীপুরের মৌচাকে ভাড়া বাসায় থাকেন। দুই মাস আগে ভাড়া বাসা থেকে প্রতিবেশী সঞ্জিত বর্মন ও তার শ্যালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় ভাগিনা জয় কুমার দাস মেয়েটিকে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক লাগাতার তিনদিন ধর্ষণ ও শারীরিকভাবে পাশবিক নির্ঘাতন করে জয় কুমার দাস ও তার সাঙ্গপাঙ্গরা। ধর্ষণের শিকার ওই মাদরাসা ছাত্রীর কান্নাজড়িত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

মিছিল পরবর্তী ঢাকা কলেজের শিক্ষার্থী রিফাত বলেন, গাজীপুরের কালিয়াগুড়ি উপজেলার একটি মাদ্রাসার ১৩ বছর বয়সী শিক্ষার্থীকে দুই মাস আগে কৌশলে আটকিয়ে রাখা হয় এবং তিন দিন ধরে ধর্ষণ করা হয়। অভিযুক্তদের মধ্যে প্রধান সংশ্লিষ্ট ব্যক্তি জয় কুমার দাস ও তার সহযোগী সঞ্জয় কুমার দাস।  ভিডিও জনসম্মুখে আসার পর তাদেরকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ উল্লেখ করে তিনি আরও বলেন, বিগতদিনে আমরা দেখেছি যে যদি কোন হিন্দু ধর্মাবলম্বী কোন অপরাধের সাথে সংশ্লিষ্ট হয় সেক্ষেত্রে ভারতের একটি হস্তক্ষেপ থাকে। কারণে তার বিচারকার্য কার্যকার করা হয় না। জুলাইয়ে ভারতের সকল কূটকৌশল আমরা ছিন্নভিন্ন করে দিয়েছি। এবার আমরা একটি সুষ্ঠ বিচার দেখতে পাব। 

মিডিয়ার বিষয়ে রিফাত বলেন, আমরা দেখেছি যে ভারতের স্বার্থে আঘাত হানে এমন কোন পদক্ষেপ যদি বাংলাদেশ গ্রহণ করে সেখানে মিডিয়া পাড়াচুপ থাকে যার প্রমাণ এই কিশোরীর ধর্ষণ। মিডিয়া এখনো ভারতমুখী হয়ে আছে। আমরা মিডিয়াকে বলব যে এগুলো ছেড়ে আপনারা বাংলাদেশমুখী হন, বাংলাদেশকে নিয়ে কথা বলেন। বাংলাদেশের পক্ষে প্রচার প্রচারণা চালান। তিস্তা চুক্তি ও তিস্তার পানির ন্যাজ্য হিসা যেমন আমাদের অধিকার, তেমনি আসামনি ধর্ষকদের বিচারও আমাদের ন্যাজ্য দাবি রাখে। আসামনির ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2