• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা ফেলে পালালো চোরাশিকারীরা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা ফেলে পালালো চোরাশিকারীরা

সাতক্ষীরার শ্যামনগর থেকে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

এর আগে রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী কোস্টগার্ডের একটি আভিযানিক টিম পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উক্ত হরিণের মাংস ও পা গুলো জব্দ করেন। তবে, এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি। 

প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানান, শ্যামনগর উপজেলার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় একদল চোরাশিকারী সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস কেনা বেঁচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী কোস্টগার্ডের একটি আভিযানিক টিম ভোররাতে সেখানে অভিযান চালায়।  

এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিততি টের পেয়ে উক্ত চোরাশিকারী সেখান থেকে পালিয়ে যায়। পরে কোস্টাগার্ড সদস্যরা সেখান থেকে চোরাশিকারীদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করেন। জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2