• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

দু’গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, বিচার চেয়ে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দু’গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, বিচার চেয়ে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়ি মোড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, ভুক্তভোগী পরিবারের সদস্য জুলেখা বেগম, নূরেসা বেগম, শিউলি বেগম প্রমুখ।

বক্তারা বলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের সমর্থকদের ওপর চলতি মাসের ১৪ তারিখ মঙ্গলবার স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠী স্বশস্ত্র হামলা চালায়। এ সময় নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকার একই পরিবারের দুই ভাই আলম ও মিলন নিহত হয়। আর তাই পরিবারের উপার্জণক্ষম দুই ভাইয়ের খুনীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবী করেন এলাকাবাসী।

ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ, আজের শেখ, ছাত্র নেতা কাফেক, কাহারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2