খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ, আরও এক ধর্ষক গ্রেফতার
খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এক স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আরো এক ধর্ষককে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করার পর খাগড়াছড়ি নিয়ে আসা হয়। সর্বশেষ ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এ নিয়ে গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, গত ২৭ জুন ভাইবোনছড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক এজাহারভুক্ত আসামি মো. সোহেলকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করে খাগড়াছড়ি জেলা পুলিশ। গ্রেফতারের পর সোহেলকে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৭ জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয় ওই শিক্ষার্থী। সেখানেই গভীর রাতে ছয়জন যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে ধর্ষণ করে।
এই ঘটনায় ১৭ জুলাই ছয় জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করা হয়। তার আগেই সেনাবাহিনী ৪ ধর্ষক, আরমান হোসেন (৩২), মো. সাকিব আলম (২৫), এনায়েত হোসেন (৩৫) ও সাদ্দাম হোসেনকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে। ।
বিভি/এসজি




মন্তব্য করুন: