• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

নাগেশ্বরীতে ৪০০ বোতল এস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:০১, ২৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নাগেশ্বরীতে ৪০০ বোতল এস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ বোতল এস্কাফসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোছা. রিনা বেগম (৩৫)। তিনি নাগেশ্বরী থানাধীন হিরারকুটি এলাকার বাসিন্দা।

নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রিনা বেগমের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০০ বোতল এস্কাফ উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল এস্কাফসহ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2