• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

র‍্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের দুই কর্মচারী থেকে ৮ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ২০:৩৫, ৩০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
র‍্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের দুই কর্মচারী থেকে ৮ লাখ টাকা ছিনতাই

ইসলামী ব্যাংক পিএলসি ফেনীর দাগনভূঞা শাখা থেকে সিএনজি অটোরিকশা যোগে ফেরার পথে ইসলামী ব্যাংক বেকের বাজার এজেন্ট আউটলেটের দুই কর্মচারীর কাছ থেকে র‌্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মাতুভূঞা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেকের বাজার এজেন্ট শাখার দুই কর্মচারী ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ৮ লাখ টাকা নিয়ে সিএনজি অটোরিকশাযোগে এজেন্ট ব্যাংকিং শাখায় ফিরছিলেন। পথিমধ্যে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছলে র‌্যাব পরিচয়ে কিছু লোক তাদের মারধর করে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাদের চোখ বেঁধে টাকা ছিনিয়ে নিয়ে নোয়াখালীর সেনবাগে এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বিষয়টি তারা পুলিশকে জানায়।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কর্মচারী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2