টাঙ্গাইলে ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতিকে কুপিয়ে জখম
 
								
													টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মোস্তফা লাবুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় শহীদ মিনারে সদ্য প্রয়াত জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভায় অংশ নেন আবুল কালাম মোস্তফা লাবু। সেখান থেকে সাধারন গ্রন্থাগারে প্রয়োজনীয় কাজ শেষে অটোরিক্সাযোগে বাসার উদ্দেশে রওনা হন। ভিক্টোরিয়া সড়কে আপ্যায়ন হোটেলের সামনে পৌঁছালে দুইটি মোটর সাইকেলে ছয়জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে তাকে। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা লাবুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আহত আবুল কালাম মোস্তফা লাবু জানান, ইতিপূর্বেও সন্ত্রাসীরা তার ওপর দুইবার হামলা করেছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। একটি মামলায় আদালতে নারাজি দেওয়ার পর পিবিআই তদন্ত করছে। এ মামলার আসামিরাই তাকে কুপিয়ে আহত করেছে বলে ধারনা করছেন তিনি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমদ জানান, বুধবার রাতে ঘটনার সাথে সাথে খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।
 
বিভি/এসজি
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: