• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে হত্যা মামলার আসামি ও ৪০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

প্রকাশিত: ১৬:০৪, ২৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে হত্যা মামলার আসামি ও ৪০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ও মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। র‍্যাব-৭ জানায়, গত ২৩ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে রিপু আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব রবিবার (২৩ নভেম্বর) রাতে বাঁশখালী থানাধীন উত্তর জলদী এলাকা থেকে রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মোক্তার হোসেনকে গ্রেফতার করে। 

এদিকে, চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করেছে। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে র‍্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ছেনোয়ারা বেগম ও দিলদার বেগম দুই বোনকে আটক করে। এসময়য় তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব-৭। আটককৃত দুজনের বাড়িই কক্সবাজারের টেকনাফে। গ্রেফতারকৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2