• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

পুলিশের অভিযানে অস্ত্রসহ পালানোর পথেই ধরা ডাকাত সদস্য

সহিদুল ইসলাম স্বপ্ন, বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ২৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পুলিশের অভিযানে অস্ত্রসহ পালানোর পথেই ধরা ডাকাত সদস্য

বরগুনার আমতলী উপজেলায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) সকালে আঠারোগাছিয়া গ্রামের ‘হাজার টাকার বাঁধ’ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি আমিরুল ইসলাম (৪০), পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোরকান শেখের ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোরে আমতলী উপজেলার ঘটখালী এলাকায় ব্যবসায়ী মঞ্জু কাজীর প্রতিষ্ঠানে ডাকাত দল হানা দেয়। ডাকাতির সময় মঞ্জুর চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে ডাকাতরা বিভিন্ন দিকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আঠারোগাছিয়া এলাকার ‘হাজার টাকার বাঁধ’ থেকে আমিরুলকে আটক করে। ঘটনাস্থল ত্যাগের সময় ডাকাত দলের ব্যবহার করা একটি পিকআপ ভ্যানও জব্দ করে পুলিশ।

একই ঘটনার পরিসর ধরে পটুয়াখালীর মহিপুর থানার পুলিশও একই দলের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে এলাকাবাসী প্রশংসনীয় ভূমিকা রেখেছে। আমাদের তথ্যের ভিত্তিতেই একই দলের আরেক সদস্যকে মহিপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2