মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা
ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরে বাবা-ছেলেকে কুপিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা উদ্যানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লকে হামলায় কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে মুমূর্ষু অবস্থায় দুইজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কাশেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, স্বজনরা অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড।
বিভি/এসজি




মন্তব্য করুন: