বিমানবন্দর থেকে ট্রিপল হত্যা মামলার সন্দেহভাজন আসামি আটক
খুলনার লবণচরা থানাধীন দরবেশ মোল্লার গলির আলোচিত ট্রিপল হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শামীম আহমেদকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীর রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর থানার পুলিশ তাকে আটক করে। ফ্রান্সগামী ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতি নেয়ার সময়ই তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শামীমকে আনুষ্ঠানিকভাবে লবণচরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তারপর তাকে থানায় আনা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান বলেন, ’থানা থেকে আগেই বিমানবন্দর পুলিশকে অবহিত করা ছিল, শামীম যেন দেশ ছেড়ে যেতে না পারে। পালানোর সময় তার পরিচয় শনাক্ত করে বিমানবন্দর থানার পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।’
আটক শামীম রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামের রুস্তুম শেখের ছেলে। পুলিশ সূত্র জানায়, দীর্ঘ কয়েকদিন ধরে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে অভিযান চলছিল। ঘটনার পর থেকেই শামীমের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে নজরদারিতে রাখা হয়। শেষ পর্যন্ত দেশ ছাড়ার চেষ্টার সময়ই তাকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারের বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা আমরা শুরু থেকেই খতিয়ে দেখছি। আশা করছি, শামীমকে আটকের মধ্য দিয়ে তদন্তে নতুন অগ্রগতি মিলবে। আরও কেউ জড়িত আছে কি না, সেটিও আমরা যাচাই করছি।’
এর আগে গত ২০ নভেম্বর দক্ষিণ টুটপাড়া এলাকার মোল্লাপাড়া থেকে অভিযান চালিয়ে তরিকুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাতে লবণচরা এলাকায় নিজের বাড়িতে দুই শিশু মুসতাকিম (৮), ফাতিহা (৭) এবং তাদের নানি শাহীতুন নেসাকে (৫৫) নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ তিনজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের। ঘটনার পরদিন শিশুদের পিতা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকেই হত্যাকাণ্ডটি ব্যাপক আলোচনায় উঠে আসে।
বিভি/টিটি




মন্তব্য করুন: