• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

ভারত থেকে আসছিল বিদেশি মদ, ধরা পড়লো কোস্টগার্ডের অভিযানে

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৬, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভারত থেকে আসছিল বিদেশি মদ, ধরা পড়লো কোস্টগার্ডের অভিযানে

ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশী মদসহ এক মাদক চোরকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক চোরাকারবারীর নাম মো. শফিকুল ইসলাম (৪১)। সে উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অসাধু মাদক চোরাকারবারী চক্র ভারত হতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে নদী পথে মাদকের একটি বড় চালান বাংলাদেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে নিয়ে আসা ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল ভারতীয় মদসহ উক্ত মাদক চোরাকারবারীকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো উল্লেখ করেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2