• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

স্ত্রীকে নিয়েই ৩৫০ ভরি স্বর্ণ ডাকাতিতে জড়িয়েছিলেন বরখাস্তকৃত এএসআই

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:২৭, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৭, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
স্ত্রীকে নিয়েই ৩৫০ ভরি স্বর্ণ ডাকাতিতে জড়িয়েছিলেন বরখাস্তকৃত এএসআই

চট্টগ্রামে ৩৫০ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশের সাবেক এক এএসআই, তার স্ত্রীসহ  ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২৯০ ভরি স্বর্ণ। 

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পাচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির (উত্তর) উপ কমিশনার  আমিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে চট্টগ্রাম মহানগরী ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- পুলিশের বরখাস্তকৃত সাবেক এএসআই সুমন চন্দ্র দাশ , তার স্ত্রী পান্না রানী দাশ,মাসুদ রানা, রফিকুল ইসলাম, রবি কুমার দাশ ও স্বর্ণের দোকানটির কর্মচারী বিবেক বণিক। গত রবিবার ভোর পাঁচটার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় স্বর্ণ ডাকাতির এ ঘটনা ঘটে। সেদিন ভোরে নগরীর হাজারী গলি এলাকার একটি দোকানের তিন কর্মচারী সোনা গলানোর জন্য ভাটিয়ারী যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশা মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা চার যুবক গতি রোধ করে। অস্ত্রের মুখে তাদের তিনজনের কাছে থাকা ৩৫০ ভরি (সোনার ৩৫টি বার) ছিনতাই করে নিয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, ডাকাতির এই ঘটনায় স্বর্ণের ওই দোকানের বিবেক বণিক নামে এক দোকানী জড়িত ছিলো। তার দেওয়া তথ্যে এই ডাকাতির পরিকল্পনা হয় বলেও জানায় পুলিশ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2