• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: গাইবান্ধায় ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থী আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৫৫, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: গাইবান্ধায় ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, এটিএম কার্ডসহ ৪৭টি বিশেষ ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়। আটকদের মধ্যে ১৭ জন নারী পরীক্ষার্থী।

শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা পরীক্ষাকালীন গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে অভিযুক্তদের আটক করা হয়। পরবর্তীতে তাদের স্ব-স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরীক্ষাকালে কেন্দ্রের নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সদর উপজেলার ১১টি কেন্দ্রে ৩৭ জন, পলাশবাড়ীর ৪টি কেন্দ্রে ১২ জন এবং ফুলছড়ি উপজেলার একটি কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে আটক করেন।জেলার সাত উপজেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় উপস্থিত ছিলেন ২২ হাজার ১৯৭ জন।

রাত ৮টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম।

তিনি বলেন, 'পরীক্ষা চলাকালে প্রবেশ গেটে তল্লাশি, হল রুমে ডিভাইস ব্যবহার, মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর আদান–প্রদান এবং অনেকে হাতের ব্যাটারি ও কানের ভেতর গোপনে ডিভাইস রাখার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। 'আটকদের থানায় হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের জন্য গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় মোট ৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে অনুপস্থিত ছিলেন মোট ৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2