সেতু থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয়, বিকট শব্দে বিস্ফোরণ
ফরিদপুরে আলীমুজ্জামান সেতু থেকে উদ্ধার হওয়া বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে। এসময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে উঠে বোমাটির। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের এক্সপ্লোসিভ ডিসপোজাল টিম উদ্ধার হওয়া বোমাটির বিস্ফোড়ন ঘটিয়ে সেটি নিস্ক্রিয় করেন।
বোমাটি সাধারণ কোন বোমার চেয়ে বেশি শক্তিশালী এবং রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিলো বলে জানা যায়। এর আগে শনিবার সকালে আলীমুজ্জামান সেতুর উপর খড়ির গাদা থেকে বোমাটি উদ্ধার করা হয়।
বোমা নিস্কৃয়করণ দলের নেতৃত্বদানকারী পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটি সাধারণ বোমা থেকেও শক্তিশালী ও প্রাণঘাতী ছিলো। এটা ছিল রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত এবং আইইডি ও পাওয়ার সাপ্লাই দ্বারা (রিমোট কন্ট্রোল) সংরক্ষিত ছিলো। শক্তিশালী হওয়ায় এটি বিস্ফোরিত হওয়ার সময় প্রায় ১৫ ফিট উপরে উঠে যায়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকালে আলীপুর সেতুর উপর খড়ির গাদা থেকে বোমাটি উদ্ধার করা হয়। পরে সেটি উদ্ধার করে নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রেখে বোমা ডিস্পোজাল ইউনিটের সদস্যদের খবর দেয়া হয়।
রবিবার সকালে বোমা নিস্কৃয় দলের সদস্যরা বোমাটি বিস্ফোড়িত করে নিস্ক্রীয় করতে সক্ষম হন। তিনি আরো জানান, শহরের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্নস্থানে তল্লাসী চালানো হচ্ছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: