• NEWS PORTAL

  • সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

পাইপলাইন ফুটো করে কয়েক হাজার লিটার তেল চুরি, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:৪০, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পাইপলাইন ফুটো করে কয়েক হাজার লিটার তেল চুরি, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি'র তেল সরবরাহ পাইপলাইন ফুটো করে কয়েক হাজার লিটার তেল চুরির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিপিসির ব্যবস্থাপক মিজানুর রহমানকে প্রধান করে গঠিত কমিটিকে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, তেল চুরির ঘটনায় বিপিসির ডিজিএম প্রশাসন মাহবুবুর রহমান বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আর চার-পাঁচ জনের নামে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আবসার নামে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলার হাদি ফকিরহাটের আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি বিপিসির তেল সরবরাহ পাইপলাইনের ওপর টিনশেড ঘর নির্মাণ করেন।পরবর্তীতে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন।তেল সরবরাহ লাইনে তেলের অতি চাপে চোরাই লাইন ফেটে তেল ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের নজরে আসলে বিষয়টি ধরা পড়ে ৮ জানুয়ারী বৃহস্পতিবার।‎

ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন,বেশ কয়েকটি তেলের ড্রাম ও কনটেইনার  উদ্ধার করা হয়। পরে বিপিসি কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুটো করা অংশ সিলগালা করে দেন। ঠিক কী পরিমাণ তেল চুরি করা হয়েছে তা এখনও জানা যায়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান,তেল চুরির ঘটনায় আসামি ঘরের মালিককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। 

জ্বালানি পরিবহনের জন্য ৩ হাজার ৬শ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা-গোদনাইল ২৫০ কিলোমিটার পাইপলাইন প্রকল্প বাস্তবায়ন করা হয়। তবে স্পর্শকাতর এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ নেই কতৃপক্ষের।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2