• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

ইভ্যালির সেই রাসেল-শামীমা আবারও গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৫, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইভ্যালির সেই রাসেল-শামীমা আবারও গ্রেফতার

শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেল

আবারও গ্রেফতার করা হয়েছে বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন। তিনি জানান, ডিবি থেকে গ্রেফতারের বিষয়টি তাদের জানানো হয়েছে।
 
ডিবি সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত