• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চিত্রনায়িকা শিমু’র স্বামী ও গাড়িচালককে নিয়ে অভিযানে র‌্যাব-পুলিশ

প্রকাশিত: ১২:১৪, ১৮ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:৫৬, ১৮ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
চিত্রনায়িকা শিমু’র স্বামী ও গাড়িচালককে নিয়ে অভিযানে র‌্যাব-পুলিশ

সংগৃহীত ছবি

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু’র বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের পর তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করে পুলিশে দিয়েছে র‌্যাব। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‌্যাব সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। প্রাইভেট কারটির ব্যাকডালায় রক্ত পাওয়া গেছে।  

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে তাদের নিয়ে অভিযানে নামে র‌্যাব ও পুলিশ।

আরও পড়ুন:
শিমু হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ, মুখ খুললেন জায়েদ খান
বাবার জানাজায় হুইপ স্বপনসহ ফোন খোয়ালেন সাত জন
অভিনেত্রী শিমু হত্যাঃ দায় স্বীকার করেছেন স্বামী

তৈমূরকে নিয়ে কী ভাবছে বিএনপি?

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করলে র‌্যাবের কাছে সে কিছু তথ্য দেয়। সেই তথ্যানুযায়ী তাদের নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এর আগে গতকাল সোমবার রাজধানীর কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রাখা হয়েছে। 

গত রবিবার (১৬ জানুয়ারি) কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2