• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাবার জানাজায় হুইপ স্বপনসহ ফোন খোয়ালেন সাত জন

প্রকাশিত: ১৬:০৪, ১৮ জানুয়ারি ২০২২

আপডেট: ১৬:৫২, ১৮ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
বাবার জানাজায় হুইপ স্বপনসহ ফোন খোয়ালেন সাত জন

বাবার জানাজায় এসে নিজের মোবাইল ফোন খুইয়েছেন জয়পুরহাট-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহবুব স্বপন। হুইপ স্বপনের সংগে ওই জানাজায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়রসহ একাধিক ব্যক্তির মোবাইল ফোন হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন:
শিমু হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ, মুখ খুললেন জায়েদ খান
চিত্রনায়িকা শিমু’র স্বামী ও গাড়িচালককে নিয়ে অভিযানে র‌্যাব-পুলিশ
অভিনেত্রী শিমু হত্যাঃ দায় স্বীকার করেছেন স্বামী
তৈমূরকে নিয়ে কী ভাবছে বিএনপি?

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হুইপ স্বপনের বাবা পাঁচবিবি পৌর শহরের টিএনটি পাড়ার বাসিন্দা শরীফ উদ্দিন মণ্ডল-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হুইপ স্বপন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিহাদ হোসেনসহ সাতজনের মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ একটি চোর চক্র। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, হাজার হাজার মানুষের ভিড়ে কৌশলে ফোন হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ চোর চক্র। ফোনগুলো উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2