• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পরকীয়া সন্দেহে স্বামীকে ঘুম পাড়িয়ে গোপনাঙ্গ কাটলো স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:১৯, ১২ এপ্রিল ২০২২

আপডেট: ১৪:৩৩, ১২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পরকীয়া সন্দেহে স্বামীকে ঘুম পাড়িয়ে গোপনাঙ্গ কাটলো স্ত্রী

প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সাথে পরকীয়া সম্পর্কের সন্দেহের জের ধরে স্ত্রী কর্তৃক স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে। সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর স্ত্রী শারমিন বেগমকে (২৩) আটক করেছে পুলিশ। 

স্বামী মেহেদি হাসান বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। মেহেদি হাসান (২৮) পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, গত সাত বছর আগে মেহেদির সাথে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়লের কন্যা শারমিনের প্রেমের সম্পর্কের সুত্র ধরে বিয়ে হয়। বর্তমানে তাদের ঘরে ৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পরকীয়া সম্পর্ক নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। সোমবার সন্ধ্যায় তার স্ত্রী তাকে কৌশালে একসাথে ঘুমানোর জন্য বলে। রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কোটে নেয় স্ত্রী শারমিন।

পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, এ ঘটনার পর শারমিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

তিনি আরও জানান, এ ঘটনায় মেহেদির বাবা নওয়াব আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এজে/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2