• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিউ মার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ১৫:০৪, ২৩ এপ্রিল ২০২২

আপডেট: ১৫:৩০, ২৩ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
নিউ মার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গতকাল শুক্রবার (২২ এপ্রিল) গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আজ মকবুল হোসেনকে আদালতের হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়। দুপুরের পর রিমান্ড শুনানি হয়।

আরও পড়ুন:

পুলিশের নিউ মার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ এই তথ্য জানিয়ে বলেন, মকবুল হোসেনকে বিরুদ্ধে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে। এই আসামির সঙ্গে আরও আসামিরা ছিল। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ দরকার।

গ্রেপ্তারকৃত মকবুল নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। তিনি সংঘর্ষের ঘটনায় পুলিশের করা একটি মামলার এক নম্বর আসামি।

বিভি/এজেড

মন্তব্য করুন: