অর্ধশতাধিক শিক্ষিত তরুণীর গোপন ভিডিও গ্রিল মেকানিক মামুনের ফোনে
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তরুণীদের অন্তরঙ্গ ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইলিং-এর মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দিনাজপুর থেকে মামুনকে গ্রেফতার করেছে সিআইডির আরেকটি দল।
নিজেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ফেসবুকে আইডি খোলে দিনাজপুরের গ্রিলের দোকানের কর্মচারী মামুন। মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ভিডিওকলে কথা বলে ওই তরুণীদের পর্নোগ্রাফি ধারণ করে নিজের মোবাইলে। এরপরই শুরু হয় ব্ল্যাকমেইল।
এভাবে প্রায় ৫০ এর অধিক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও পাওয়ার গেছে মামুনের মোবাইলে। লাইভ স্ট্রিমিং অ্যাপ বিশেষ করে বিগো ব্যবহার করতের মামুন। বিগোতে আসা তরুণী-যুবতীদের টার্গেট করে সে ফ্লার্ট করতে শুরু করে। এভাবেই সে নিজের কথা দিয়ে বিমোহিত করে তরুণীদের সর্বস্ব লুটে নেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল আলম এসব তথ্য জানান। তিনি জানান, সরকারি বিভিন্ন পদে তার আনাগোনা আছে এমন তথ্য ব্যবহার করে সবাইকে প্রলুব্ধ করে। তার ফাঁদে খুব দ্রুতই পা দেন তরুণীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নারীদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন সিআইডি কর্মকর্তারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: