যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করলে বাড়বে রপ্তানি আয়

যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে পারলে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে দেশের রপ্তানি আয়ে অতিরিক্ত ৪০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার যুক্ত হতে পারে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ড. আব্দুর রাজ্জাক।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বাংলাদেশ-ইউএস ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট" সেমিনারে কিনোট প্রেজেন্টেশনে তিনি এ সম্ভাবনার কথা জানান।
ড. আব্দুর রাজ্জাক বলেন, আগামী ৫ থেকে ৭ বছর আমরা যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করতে পারি তাহলে আমাদের রপ্তানি আয়ে অতিরিক্ত আরও ৪০০ থেকে ৮০০ মিলিয়ন ডলার যুক্ত হতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আমাদের এক্সপোর্ট ডিউটিও কিছুটা কমবে। তখন বাংলাদেশের রপ্তানি আয় হতে পারে ৩ বিলিয়ন ডলারের বেশি।
বিভি/এইচএস
মন্তব্য করুন: