ডলারের ভবিষ্যৎ দাম নির্ধারণ করে দিল কেন্দ্রীয় ব্যাংক

আমদানি পর্যায়ে ডলারের ফরওয়ার্ড রেট বা ভবিষ্যৎ দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ। ব্যাংকগুলো ডলারের ক্রয় মূল্যের সঙ্গে প্রিমিয়াম যুক্ত করে এ দাম নির্ধারণ করতে পারতো। এরফলে স্মার্ট হারের সঙ্গে ৫ শতাংশ মূল্য বেশি নিতে পারবে।
এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো এখন থেকে ফরওয়ার্ড রেটের ক্ষেত্রে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ মূল্য বেশি নিতে পারবে।
দেশের ব্যাংক খাতের সুদহার নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এখন স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিলকে ভিত্তি ধরছে। বর্তমানে স্মার্ট এর সুদহার হলো ৭ দশমিক ১৪ শতাংশ। এবার ডলারের বাজারের সঙ্গেও স্মার্ট রেটকে সম্পৃক্ত করে ভবিষ্যৎ দাম নির্ধারণের সীমা নির্ধারণ করে দেয়া হলো।
ব্যাংকগুলো এখন প্রতি ডলারের ক্রয় মূল্য সর্বোচ্চ ১১০ টাকা। সে হিসাবে এখন কোনো আমদানিকারক ফরওয়ার্ড সেলে ডলার কিনলে এক বছর পর ১২৩ টাকার বেশি পরিশোধ করতে হবে।
আমদানিকারকদের কাছে বেশি দামে ডলার বিক্রির জন্য বেসরকারি খাতের ১০ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর বাংলাদেশ ব্যাংক নতুন এ নিয়ম চালুর ঘোষণা দিয়েছে।
কয়েকটি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের ডলারের ব্যাপক সংকট রয়েছে। যেকারণে ডলার নিয়ে দেওয়া এই প্রজ্ঞাপটির তেমন কোনো গুরুত্ব এখন নেই। ডলার সংকটের কারণে এমনিতেই বেশিরভাগ ব্যাংক হিমশিম খাচ্ছে। আবার একবছর পর ডলারের দাম কত হবে, তাও অনিশ্চিত। এ কারণে ব্যাংকগুলো এখন স্পট রেটেই ডলার বেশি বেচাকেনা করছেন। তবে কিছু ব্যাংক কার্ব মার্কেটের রেটেই ডলার বিক্রি করছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: