• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লাখের নিচে নামলো স্বর্ণের দাম 

প্রকাশিত: ২০:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
লাখের নিচে নামলো স্বর্ণের দাম 

কয়েক দফা লাফিয়ে লাখের উপরে উঠার পর এবার স্বর্ণের দাম লাখের নিচে নেমে এসেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতিভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৯৬০ টাকা ধরা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় তেজাবী স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সারাদেশে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট (হলমার্ককৃত) স্বর্ণের দাম ধরা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা ৪৮ পয়সা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৫ হাজার ৪১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮১ হাজার ৭৬৫ টাকা এবং সনাতম পদ্ধতির প্রতি ভরির দাম ৬৮ হাজার ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ২৪ আগস্ট স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায়। সে সময়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা নির্ধারণ করে বাজুস।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৯ হাজার ৫০ টাকা। এ দাম কার্যকর হয় ২৫ আগস্ট থেকে। তার আগে চলতি মাসের ১৭ আগস্ট স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। যা ১৮ আগস্ট থেকে কার্যকর হয়। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৭ হাজার ৫৩৫ টাকা।

বিভি/এইচএস

মন্তব্য করুন: