• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রামপালের কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রামপালের কয়লা নিয়ে মোংলায় এমভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি নামক একটি বাণিজ্যিক জাহাজ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে জাহাজটি।
 
ওই জাহাজের শিপিং এজেন্ট সের্সাস টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এরপর চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিক টন খালাস করে। বাকী ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরে পৌঁছায় জাহাজটি। হারবাড়িয়া এলাকায় অবস্থান রেখে জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার যোগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে। 

এদিকে এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানী করা ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে এসেছিলো এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ। তার আগে গত ১০ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৩ হাজার ৬৩০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জুয়েল অফ শোয়ার নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে। =

বিভি/টিটি

মন্তব্য করুন: