এখনও স্বস্তি নেই পেঁয়াজ-আলুর বাজারে
এখনও স্বস্তি মিলছে না পেঁয়াজ ও আলুর বাজারে। প্রতি কেজি পেঁয়াজ এখনো ১০০ থেকে ১২০ টাকা আর আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। গেল সপ্তাহের চেয়ে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দামও ঊর্ধ্বমুখী। তবে ১০ টাকা কমে ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১১০ থেকে ১১৫ টাকা করে। চাল, ডাল, তেল, চিনি, আটাসহ অন্যান্য সব নিতপণ্য বিক্রি হচ্ছে আগের বেড়ে যাওয়া দামেই।
গেল কয়েক মাস থেকেই অস্থির পেঁয়াজ ও আলুর বাজার। অন্যান্য বছরের শেষ সময়ে এ দুটি পণ্যের দাম কমতে থাকলেও এ বছর কোনোভাবেই কমছে না। এতে বাজার করতে আসা সবাই বিরক্ত।
শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কোনো কারণ ছাড়াই বেশি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লারসহ সবধরনের মুরগির দামও। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি এলেও মাছের দাম বেশি বলে জানান ক্রেতারা।।
এদিকে, অন্যান্য নিতপণ্যের দাম কমাতে সরকারের সঠিক মনিটরিং এর দাবি জানান ক্রেতারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: