• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে পোশাক রপ্তানি কমেছে ৭.৪৫ শতাংশ

প্রকাশিত: ১৪:৩৭, ৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
দেশে পোশাক রপ্তানি কমেছে ৭.৪৫ শতাংশ

নূন্যতম বেতন বৃদ্ধি দাবিতে শ্রমিক আন্দোলন, বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, শ্রমিক নিহত সহ বিভিন্ন কারণে অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে দেশের পোশাক খাত। এরই মধ্যে খবর আসে কানাডায় পোশাক রপ্তানির আদেশ বাতিলের। যার প্রভাব পড়েছে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে পোশাক রপ্তানিতে। আগের বছরের একই সময়ে চেয়ে নভেম্বরে পোশাক রপ্তানি কমেছে ৭ দশমিক ৪৫ শতাংশ।

সোমবার (৪ ডিসেম্বর) পোশাক রপ্তানি কারকদের সংগঠন বিজিএমইএ-এর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিএমএই জানিয়েছে, চলতি অর্থবছরের ২০২৩-২৪ (জুলাই-নভেম্বর)  এই সময়ে পোশাক রপ্তানি হয়েছে ১৮ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছর জুলাই-নভেম্বর একই সময়ে ছিল ১৮ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। অর্থাৎ জুলাই-নভেম্বর সময়ে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৫ শতাংশ।

চলতি মাসে রপ্তানি হয়েছে ৪ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার, নভেম্বর ২০২২ চলছে ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার অর্থাৎ নভেম্বর মাসে প্রবৃদ্ধি ৭ দশমিক ৪৫ শতাংশ।

লক্ষ্যমাত্রা ও অর্জন (জুলাই-নভেম্বর) লক্ষ্যমাত্রা, ২০.৬৫ বিলিয়ন ডলার (জুলাই-নভেম্বর, ২০২৩-২০২৪) অর্জন ১৮দশমিক ৮৪ বিলিয়ন ডলার (জুলাই-নভেম্বর, ২০২৩-২৪) অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ৮ দশমিক ৭৯ শতাংশ কমেছে।

শুধু নভেম্বর মাসের লক্ষ্যমাত্রা ছিলে ৪ দশমিক ৪২ বিলিয়ন ডলার, শুধু নভেম্বর মাসে অর্জন হয়েছে ৪ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার
অর্থাৎ শুধু নভেম্বর মাসে লক্ষ্যমাত্রার তুলনায় যা ৮ দশমিক ৫১ শতাংশ কম।

বিভি/এইচএস

মন্তব্য করুন: