• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নভেম্বরেও ৬.০৫ শতাংশ রপ্তানি আয় কমলো

প্রকাশিত: ২০:৪৪, ৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নভেম্বরেও ৬.০৫ শতাংশ রপ্তানি আয় কমলো

রপ্তানি আয় কমা অব্যাহত রয়েছে। সদ্য সমাপ্ত নভেম্বর মাসেও অক্টোবর মত রপ্তানি আয় হয়েছে। রপ্তানি কমার হার ৬ দশমিক শূন্য ৫ শতাংশ।সোমবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরে রপ্তানি হয়েছে ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলারের পণ্য। গত বছর একই মাসে যার পরিমাণ ছিল ৫০৯ কোটি ২৬ লাখ ডলার। তার আগের মাস অক্টোবরে রপ্তানি হয় ৩৭৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য, যা ছিল ২০২২ সালের একই মাসের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ কম। পরপর দুই মাস রপ্তানি আয় ঋণাত্বক হলো।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের উদ্যোক্তারা বলছেন, তাদের অর্ডার কমে যাচ্ছে। এর প্রভাব রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে স্পষ্ট।

নভেম্বরের পরিসংখ্যান যোগ করে চলতি ২০২৩–২০২৪ অর্থবছরের প্রথম ৫ মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ২২৩ কোটি ডলারের পণ্য, যা গত অর্থবছরেরর একই সময়ের (জুলাই–নভেম্বর) চেয়ে মাত্র ১ দশমিক ৩০ শতাংশ বেশি। এই সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি কম হয়েছে ৯ শতাংশ।

বিভি/এইচএস

মন্তব্য করুন: