• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রমজানে খেজুর আমদানির ওপর বর্ধিত শুল্ক কমাতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১৩:৫৯, ৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৩:৫৯, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রমজানে খেজুর আমদানির ওপর বর্ধিত শুল্ক কমাতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, রমজানে চাহিদা মেটাতে খেজুর আমদানির ওপর বর্ধিত শুল্ক কমানোর ব্যাপারে সরকার কাজ করছে। 

বুধবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও নাবিস্কো মোড়ে ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান বাণিজ্য মন্ত্রী।

তিনি বলেন, দেশ স্মার্ট হচ্ছে, এর সাথে তাল মিলিয়ে ফ্যামিলি কার্ড রূপান্তর করা হচ্ছে। যাতে নিম্ন আয়ের কেউ বাদ না পড়ে। দেশের মানুষের সার্বিক অবস্থা বিবেচনা করে আগামী জুনের মধ্যে সারাদেশে এক কোটি স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। 

এসময় টিসিবির পণ্য নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিম্ন-মধ্য আয়ের মানুষ। তবে, মাসে দুই বার করে পণ্য সরবরাহের দাবি জানান তারা।

বিভি/রিসি

মন্তব্য করুন: