• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রেকর্ড ভাঙার পর সামান্য কমেছে স্বর্ণের দাম

প্রকাশিত: ১৮:৩৫, ৬ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৮:৪৫, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রেকর্ড ভাঙার পর সামান্য কমেছে স্বর্ণের দাম

দেশের ইতিহাসের সর্বকালের সব রেকর্ড ভাঙার পর অবশেষে কমেছে স্বর্ণের দাম। ব্যবসায়ীরা জানিয়েছে, দেশিয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এবার ভরি প্রতি স্বর্ণের দাম কমে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকায় দাঁড়িয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) থেকে এই দাম কার্যকর করা হবে।

বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর মূল্য নির্ধারণী কমিটি এই দর নির্ধারণ করে দেয়।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে এক লাখ আট হাজার ১২৫ টাকা।

গত ২৬ অক্টোবর স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বকালের সব রেকর্ড ভাঙে। তখন প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিভি/এইচএস

মন্তব্য করুন: