সেরা করদাতার তালিকায় আছেন যে ক্রিকেটার ও তারকারা

২০২২-২৩ অর্থ বছরের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন দেশের ১৪১ ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান। সেরা করদাতা হিসেবে তাদের ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেলোয়াড়দের মধ্যে সেরা করদাতার তালিকায় আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজস্ব সংগ্রহের প্রধান এ সংস্থার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে সেরা করদাতা মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়া হবে।
ক্রিকেটার সাকিব আল হাসান ২০০৬ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩০ ম্যাচে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান সংগ্রহ করেন। পাশাপাশি বল হাতে শিকার করেন ৬৯০ উইকেট। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব।
দেশসেরা ওপেনার তামিম ইকবাল ২০০৭ থেকে এখনও পর্যন্ত ৩৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান সংগ্রহ করেন। আর রিয়াদ ২০০৭ থেকে এখনও পর্যন্ত ৪০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০ হাজার ৩৮৩ রান করেছেন।
অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন- মাহফুজ আহমেদ, ফরিদা আক্তার ববিতা ও মো. সিয়াম আহমেদ। এছাড়া গায়ক-গায়িকাদের মধ্যে সেরা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে জানানো হয়, ৭৬ ব্যক্তি, ৫৪ কম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১১টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে।
বিভি/টিটি
মন্তব্য করুন: